মানস চক্রবর্তী,চট্টবাংলা প্রতিনিধি-ঃ
দেশের উত্তরীয় অঞ্চল যশোর জেলার মনিরামপুর উপজেলা। উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সায়মা হাসান। তিনি ৩৪ তম বিসিএসে প্রশাসন পদে নিয়োগ পান।
আজ ২৭ মার্চ শুক্রবার করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ভ্রম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় চিনিটোলা বাজারে এক ভ্যান চালক ও দুইজন পথচারিকে মাক্স না পরার অপরাধে জনসম্মুখে ঐ তিনজনকে কান ধরে উঠবস করানো হয়।
বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা তিনজনই পেটের দায়ে সংসারের চাল-ডাল কিনতে এসেছিলেন যশোরের মণিরামপুরের চিনেটোলা বাজারে। এই অপরাধে উপজেলার এসিল্যান্ড সায়মা হাসান জনসম্মুখে তাঁদেরকে কান ধরে উঠবস করান এবং সেই দৃশ্য নিজ হাতে ক্যামেরা বন্ধি করে এসিল্যান্ড নিজের অফিসের সরকারি ওয়েভ সাইটে ঐ ছবি আপলোড করেন।
ঐ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ কর্মকর্তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। অনেকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের কারণে পদত্যাগসহ বিভিন্ন শাস্তি দাবি করেন এ কর্মকর্তার।