আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে অাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যাক্তির সৎকার কাজে এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার সদস্যরা।
আজ (৭জুন) রবিবার বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের নাথপাড়ায় করোনা ভাইরাসে অাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এক ব্যাক্তি। মৃত ব্যাক্তির সৎকার কাজের জন্য কোন আত্নীয় স্বজন ও এলাকাবাসী এগিয়ে না আসায় বিপাকে পড়েন খোদ উপজেলা প্রশাসন বাঁশখালী। পরে মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালখালীর সহযোগিতায় উক্ত মৃত ব্যক্তির সৎকারে এগিয়ে আসে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখা।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন দে ও চট্টগ্রাম মহানগর শাখার মৃত দেহ সৎকার টিমের সদস্য রাজীব পাল’র নেতৃত্বে সৎকার কাজে নিয়োজিত অন্যান্য সদস্যরা বাঁশখালী চাম্বল নাথপাড়ায় করোনা ভাইরাসে অাক্রান্ত মৃত ব্যাক্তির সৎকার করতে হাজির হন। এ-কাজে সাহসী ও প্রশংসনীয় ভূমিকার জন্য সৎকার কাজে নিয়োজিত সকল সদস্যকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাধারণ সম্পাদক সুমন দে। সৎকার কাজে নিয়োজিত সকল সদস্যের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্যও কামনা করেন তিনি।