নয়ন: চট্টগ্রাম নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওতাধীন ‘এ’ ইউনিট আওয়ামী লীগ এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ অক্টোবর দুপুর ২ টায় পাঁচলাইশ থানাধীন খতিবেরহাটস্থ অরবিট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাসান মাহমুদ হাসনী এর সঞ্চালনায় পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
সভায় ‘এ’ ইউনিট আওয়ামী লীগ এর সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।