
শহরতলী বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড মনার বাপের বাড়ির আবদুর রশিদ (৭০) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে গতকাল (৫জুন) রাতে নিজ ঘরে মারা যান।
এই মৃতব্যক্তির দাফনে এগিয়ে আসে স্বপ্নবাজ তরুণ, সমাজকর্মী ও সাংবাদিক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ’র উদ্যোগে সৃজিত সামাজিক সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা।
আজ (৬জুন) শনিবার বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান এর তত্বাবধানে সামাজিক সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার নেতৃবৃন্দদের সহযোগীতায় বেলা ১টায় দাফন সম্পন্ন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর সোলায়মান বাবুল, সাংবাদিক আবুল ফজল বাবুল, গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার যুগ্ম-সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন।
প্রানঘাতী করোনায় মৃত ব্যক্তির দাফন কাজে প্রশাসনকে সহায়তার মনোভিপ্রায়ে গঠিত পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা কমিটির মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান ও সদস্য মামুন চৌধুরী।
গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ শাহেদুল ইসলাম, মুহাম্মদ আকতার হোসেন, মুহাম্মদ রাজু রানা, মুহাম্মদ ইমন।
জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আবদু রসিদ। এছাড়াও কবর খোড়ার কাজে স্থানীয়রা সহযোগিতা করেন।

