
বোয়ালখালী প্রতিনিধি-ঃ
চট্রগ্রামের বোয়ালখালীতে ইয়াছিন আরফাত ইমন (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৫মে) ভোরে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী সাতঘড়িয়া পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় গত সোমবার রাত (৪মে) সাড়ে এগারটার দিকে বড় ভাই মোঃ ইলিয়াছ (২৮) এর সাথে বাড়ীর অদুরে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যায় ইমন।
সারারাত নদীতে মাছ ধরার পর ভোরে বাড়ী ফিরে পার্শ্ববত্তি পুকুরে গোসল করতে নামে সে। কিন্তু দীর্ঘক্ষণ পর ও তাকে পুকুর থেকে উঠতে না দেখে বাড়ীর অন্যান্যরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে নীথর অবস্থায় ইমনকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। নিহত ইমন চরখিজিরপুর সাতঘরিয়া পাড়া এলাকার মোঃ ইছমাইলের পুত্র। সে স্থানিয় রফিকুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
