
শাহেদ হোসাইন ছোটন। বোয়ালখালীপ্রতিনিধি-ঃ
চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রীজ এর পূর্বপারের দুইটি ইটভাটা মুন ব্রিকস ও কর্ণফুলী ব্রিকস বন্ধ ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর অভিযানের সময় এই বিষয়ে মালিক পক্ষ থেকে কোন সদুত্তর না পাওয়ায় দুইটি ইটভাটায় ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমান করা হয়।
গত ২৬ মার্চ থেকে সরকার সাধারন ছুটি ঘোষনা করলেও উল্লেখিত ইটভাটা দুইটি আদেশ না মেনে উৎপাদন চালিয়ে যায়, যেখানে প্রায় ২০০ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে কাজ করে।
শ্রমিকদের ডেকে তাদের মাঝে মাস্ক বিতরন করা হয়। সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধিসমূহ জানানো হয়।
এছাড়াও মালিককে শ্রমিকদের ছুটি দেওয়ার পূর্বে পাওনা পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং শ্রমিকরা নিজ এলাকায় ফিরে যেতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ১৮ বীর ব্যাটেলিয়ন এর ক্যাপ্টেন মুবিন সহ সেনা সদস্যরা এবং বোয়ালখালী থানা পুলিশ।
