শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / নগরীর বক্সিরহাটে অতিরিক্ত মূল্যে পণ্যবিক্রির প্রতিবাদ করায় সাংবাদিক নেতা লাঞ্চিত

নগরীর বক্সিরহাটে অতিরিক্ত মূল্যে পণ্যবিক্রির প্রতিবাদ করায় সাংবাদিক নেতা লাঞ্চিত

মহিন আহম্মদ চৌধুরী । চট্টবাংল প্রতিনিধি-ঃ
বন্দরনগরীর কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় করোনার অজুহাত দেখিয়ে ক্রেতার কাছে পণ্য বিক্রিতে অতিরিক্ত মূল্য দাবির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও সাংবাদিক নেতা মুহাম্মদ মহরম হোসাইন (৩৪)।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বক্সিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পরেন চট্টগ্রামের সাংবাদিক মহল। এঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম স্বপন কুমার সাহা (৫২)। তিনি বক্সিরহাট এলাকায় দয়াল পাশারি ভান্ডারের মালিক। পলাতক আসামিরা হলো নওশাদ আলী খান (৬৫) ও জুয়েল সাহা (২৭)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এজাহার সূত্রে জানা যায়, তিনি (মুহাম্মদ মহরম হোসাইন) আজ মঙ্গলবার দুপুরে মসলা কিনতে বক্সিরহাটের দয়াল পাশারি ভান্ডারে যান। এ সময় আরেক ক্রেতা সেখানে মসলা কিনতে আসেন। দোকানের মালিক মসলার অতিরিক্ত মূল্য দাবি করলে ওই ক্রেতাসহ তিনিও প্রতিবাদ করেন। এ সময় দোকানের মালিক স্বপন কুমার সাহাসহ অন্যরা তাকে গালিগালাজ করে মারধর করেন।
ছবি কৃতজ্ঞতায়- শ্রদ্ধেয় রাজেশ চক্রবর্তী,
জৈষ্ঠ্যে আলোকচিত্রী দৈনিক যুগান্তর।
                                                                                                                                 

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …