সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বোয়ালখালীর মৃ্ত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অাসামি নগরীতে গ্রেফতার

বোয়ালখালীর মৃ্ত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অাসামি নগরীতে গ্রেফতার

চট্টবাংলা ডট কম । বোয়ালখালী প্রতিনিধি-ঃ
চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার ২০০৮ সালে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামি মো. রুবেল বাকলিয়া থানাধীন তুলাতলী আব্দুল নূর কলোনির মো. কামালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছ, মো. রুবেল ২০০৮ সালে বোয়ালখালী থানায় দায়ের হওয়া সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ হত্যা মামলা অভিযুক্ত আসামি। ২০১৫ সালে আদালত এ মামলায় রুবেলসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মামলায় জামিনে গিয়ে রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন রুবেল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, ২০০৮ সালে বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
                                                                                                                                          

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …