মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর শ্রদ্ধাঞ্জলি

চট্টবাংলা প্রতিবেদক

১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষা ও বাঙালির অধিকার আদায়ে আত্মবলিদান দেওয়া ভাষাশহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনস্বীকার্য অবদান স্মরণে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী নেতাকর্মীদের সাথে নিয়ে কলেজস্থ শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরবর্তীতে সভাপতি ফখরুল ইসলাম রুবেল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী এর সঞ্চালনায় ছাত্র সংসদে ‘বায়ান্নর দিনগুলো’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাংলার মাটিকে অপশাসন মুক্ত ও সেই সাথে মাতৃভাষার স্বাধীন ও স্বতঃস্ফূর্ত চর্চার প্রতি আগামী প্রজন্মের আগ্রহ সৃষ্টিতে নিজেদের ভূমিকা ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়াও আলোচনা সভা পরবর্তী ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম, নাহিদ পাটোয়ারী মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলো, বিল্টু সেন; সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, মিরাদুল আলম; প্রচার সম্পাদক ওসমান গনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকু চার্লস ফিনি, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, আপ্যায়ন সম্পাদক আবু বকর নয়ন, সহ-সম্পাদক আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, সদস্য ওমর ফারুক প্রমুখ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …