শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / খাগড়াছড়ি (SPS) ইউনিটের উদ্যোগে জল,ফল,স্যালাইন ও মাক্স বিতরণ

খাগড়াছড়ি (SPS) ইউনিটের উদ্যোগে জল,ফল,স্যালাইন ও মাক্স বিতরণ

চট্টবাংলা প্রতিনিধি

এসপিএস (SPS) খাগড়াছড়ি ইউনিটের তত্ত্বাবধানে শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আগত তীর্থ যাত্রীদের জল,ফল,খাওয়ার স্যালাইন ও মাক্স বিতরণ করা হয়।

এসময় SPS খাগড়াছড়ি ইউনিটের সদস্য সবুজ চক্রবর্তী, শুভ শীল ও খোকন সরকার উপস্থিত ছিলেন।

তীর্থ যাত্রীরা SPS এর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এই কার্যক্রম আরো বড় করার আশাবাদ ব্যক্ত করেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …