চট্টবাংলা প্রতিনিধি
এসপিএস (SPS) খাগড়াছড়ি ইউনিটের তত্ত্বাবধানে শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আগত তীর্থ যাত্রীদের জল,ফল,খাওয়ার স্যালাইন ও মাক্স বিতরণ করা হয়।
এসময় SPS খাগড়াছড়ি ইউনিটের সদস্য সবুজ চক্রবর্তী, শুভ শীল ও খোকন সরকার উপস্থিত ছিলেন।
তীর্থ যাত্রীরা SPS এর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এই কার্যক্রম আরো বড় করার আশাবাদ ব্যক্ত করেন।