বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩টি গীতা নিকেতন উদ্বোধন

শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩টি গীতা নিকেতন উদ্বোধন

অভি পাল (প্রতিনিধি)

গত শুক্রবার শারদাঞ্জলি ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে ০৩টি গীতা নিকেতন যথাক্রমে ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির শারদাঞ্জলি গীতা নিকেতন, লাইপোপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির শারদাঞ্জলি গীতা নিকেতন এবং বলিটিলা সার্বজনীন শ্রী শ্রী শংকরমঠ গীতা আশ্রম শারদাঞ্জলি গীতা নিকেতন এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শ্রী অতুলেশ্বর দেবনাথ। অনুষ্টানের শুভ উদ্ভোধন করেন শ্রী মিঠুন চক্রবর্তী, পুরোহিত, সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শ্রী নিকেতন দে, সাংগঠনিক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুমন দাস বিজয়-অর্থ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, শ্রী সুমন চন্দ্র সরকার-শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শ্রী অনুপ দে চাকি- যুগ্ম সমন্বয়ক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, শ্রী উত্তম চন্দ্র দাস-প্রচার সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, শ্রী আশীষ চৌধুরী- প্রচার সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম জেলা কমিটি, শ্রী হৃদয় মিত্র সুমন- সহ সভাপতি, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটি, শ্রী লিংকন তালুকদার- সাধারণ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটি, শ্রীমতি মিতা রাণী সাহা- সিনিয়র সহ-সভাপতি, শারদাঞ্জলি ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটি, শ্রী নিরব সাহা-সহ সাংগঠনিক সম্পাদক,শারদান্জলী ফোরাম খাগড়াছড়ি, শ্রী শুভ শীল-অর্থ সম্পাদক,শারদান্জলি ফোরাম খাগড়াছড়ি, শ্রী তুষার কান্তি ধর- প্রধান সমন্বয়ক,শারদান্জলি ফোরাম খাগড়াছড়ি, শ্রী তরুণ চক্রবর্তী-নির্বাহী সারথি, শারদান্জলি ফোরাম খাগড়াছড়ি ও শ্রীমতি মুক্তা তালুকদার, নির্বাহী সারথি, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটি এবং শ্রী লিটন কান্তি দত্ত, শিক্ষক, টিকেখান উচ্চ বিদ্যালয় সহ উক্ত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, ০৩টি গীতা নিকেতন এর বিপুলসংখ্যক গীতা শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী সবুজ চক্রবর্তী, সহ-সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম,খাগড়াছড়ি জেলা কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী সুমন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটি।

অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবগঠিত ৩টি গীতা নিকেতনের ছাত্রছাত্রীদের দিয়ে কেক কাটা হয় এবং গীতা শিক্ষার্থীদের মাঝে শারদাঞ্জলি ফোরাম কর্তৃক প্রকাশিত গীতা, খাতা, বোর্ড এবং গীতা স্ট্যান্ড বিনামূল্যে বিতরণ করা হয়।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …