কদমতলীতে ২০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আট
অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃচট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী মোড় থেকে ২০০০ পিস ইয়াবা সহ আব্দুর রহিম (২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
বুধবার ৬ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শন এস এম আলম খান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কদমতলী মোড় থেকে আব্দুর রহিম (২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করে।
পরবর্তীতে তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুর রহিম উখিয়া কক্সবাজারের বালুখালী, ০১ নং রোহিঙ্গা ক্যাম্প, ০৮ ব্লক বি-১৮ এর বাসিন্দা।