বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / রাউজানে ২৫ লিটার মদ সহ আটক ১

রাউজানে ২৫ লিটার মদ সহ আটক ১

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃচট্টগ্রামের রাউজান থানাধীন রাউজান পার্ক কমিউনিটি সেন্টারের গেট থেকে ২৫ লিটার মদ সহ মোঃ শাহেদ নামের একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

সোমবার ৪ জানুয়ারি সকালে রাউজানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়, চট্টগ্রাম (ক-সার্কেল, হাটহাজারী) এর টিম গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন রাউজান পার্ক কমিউনিটি সেন্টারের গেট থেকে মোঃ শাহেদ (২০) কে গ্রেফতার করে।

এ সময় তার হেফাজত হতে ২৫ লিটার মদ জব্দ করা হয়।

উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ শাহেদ ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন, খন্দকিয়া ছামিলের বাড়ির মোঃ ইদ্রিস এর ছেলে।

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …