
ডেস্ক রিপোর্ট। চট্টবাংলা ডট কমঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে দুষ্কৃতিকারীরা।
শনিবার ৫ ডিসেম্বর সকালে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা।
কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা।
তিনি আরো বলেন, অপরাধীদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাদের শনাক্ত করার পর দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা করছি।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া পৌরসভার উদ্যোগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ভাস্কর্যটির অনেকাংশ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরই ভাংচুরের শিকার হয় ভাস্কর্যটি।
নির্মাণাধীন ভাস্কর্যটির ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ প্রদর্শন করে।