নয়ন: চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বিশ্ব-কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০৮০ পিস ইয়াবা সহ মাহমুদা আক্তার প্রকাশ মনিকা (৩০) নামের মহিলাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
বুধবার ৩০ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হাসান ইমাম এর নেতৃত্বে ০৪ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বিশ্ব-কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশী চালিয়ে ২০৮০ পিস ইয়াবা সহ মাহমুদা আক্তার প্রঃ মনিকা (৩০) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মনিকার বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।