নয়ন: নগরীর আকবর শাহ্ থানা এলাকা হতে অপহৃত দেড় বছরের শিশু হাবিবুর রহমান রেহানকে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পশ্চিম ছাগলনাইয়া এলাকা হতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাবিয়া খাতুন(৩৩) ও শাহেনা আক্তার(৪০) নামের ২ জন কে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশের টিম।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুর ০২ঃ১০ মিনিটে আকবর শাহ্ থানাধীন নিজ ভাড়া বাসা থেকে আব্দুল হান্নানের দেড় বছরের শিশু পুত্র হাবিবুর রহমান রেহান অপহৃত হয়।
উক্ত ঘটনায় রবিবার ২৭ সেপ্টেম্বর আব্দুল হান্নান বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার এ.এ.এম হুমায়ুন কবীর পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে অাকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ মোঃ জহির হোসেন পিপিএম(সেবা) এর নেতৃত্বে টীম আকবরশাহ্ ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পশ্চিম ছাগলনাইয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় অপহৃত দেড় বছরের শিশু পুত্র হাবিবুর রহমান রেহানকে উদ্ধার করা হয় এবং অপহরণের অভিযুক্ত মাবিয়া খাতুন(৩৩) ও শাহেনা আক্তার(৪০) কে গ্রেফতার করা হয়।