নয়ন: “সংস্কার, সমৃদ্ধি, ভাতৃত্বের বন্ধনে, সমাজকে নিয়ে যাব অমৃতের সন্ধানে” এই স্লোগানকে সামনে রেখে আচার্য্য সমাজ চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২১শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আচার্য্য সমাজ চট্টগ্রাম বিভাগের সভাপতি বাবু দীপঙ্কর আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী এসকে আচার্য্য। শুভ উদ্বোধন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমানী রত্নাশ্রী আচার্য্য।
সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট রিগ্যান আচার্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, রাজিব আচার্য্য, কাঞ্চন আচার্য্য প্রমুখ।
জে কে শর্মা জনির সাবলীল সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লব আচার্য্য, যীশু আচার্য্য,রাজু আচার্য্য, নিউটন আচার্য্য,ছোটন আচার্য্য সহ আরো অনেকে।
বক্তারা অতীতের মতো আচার্য্য সম্প্রদায়ের অবহেলিত হতদরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের সার্বিক কল্যাণে আগামীতেও নিজেদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
শিশু শিল্পী পাপিয়া আচার্য্যের নৃত্য ও নয়ন আচার্য্যের মনমুগ্ধকর জাদু প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।