শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ৭৫০০ পিস ইয়াবা ও মিনি ট্রাক সহ গ্রেফতার ৩

৭৫০০ পিস ইয়াবা ও মিনি ট্রাক সহ গ্রেফতার ৩

নয়ন: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের অভিযানে ৭৫০০ পিস ইয়াবা এবং ১টি মিনি ট্রাকসহ নুর মোহাম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩) ও মোঃ নোমান (১৮) নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

২২ সেপ্টেম্বর রাত ৩ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে ১৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথায় অভিযান চালায়।

এ সময় ৭৫০০ পিস ইয়াবা ও ১টি মিনি ট্রাক সহ নুর মোহাম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩) ও মোঃ নোমান (১৮)কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …