মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / আন্তর্জাতিক / পেঁপের ‘করোনা পজিটিভ,বরখাস্ত ল্যাব প্রধান তদন্ত কমিটি ১৩মের মধ্যে জমা দিবে প্রতিবেদন

পেঁপের ‘করোনা পজিটিভ,বরখাস্ত ল্যাব প্রধান তদন্ত কমিটি ১৩মের মধ্যে জমা দিবে প্রতিবেদন

চট্টবাংলা। আন্তর্জাতিক ডেস্ক -ঃ
এবার পেঁপের শরীরে ‘করোনা পজিটিভ’, বরখাস্ত করা হল ল্যাবপ্রধানকে। পেঁপের নমুনা পরীক্ষায় ‘করোনা ভাইরাস পজিটিভ’ আসার পর তাঞ্জানিয়ার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরির পরিচালক ও কোয়ালিটি ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে।
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ঐ ল্যাবরেটরিতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহূত কিটের মান নিয়ে প্রশ্ন তোলার এক দিন পর শীর্ষ ঐ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হলো। সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মাগুফুলি জানান, প্রাণী ও ফলের নমুনা সংগ্রহ করে সেগুলোতে মানুষের নাম ও বয়স লিখে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল করোনা ভাইরাস ল্যাবরেটরিতে।
তার কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ এসেছে। তিনি বলেন, ‘যেমন গাড়ির তেলের নমুনায় জাবির হামজা, বয়স-৩০ (পুরুষ) লেখা হয়েছিল, ফল এসেছে নেগেটিভ। সারা সামওয়েলি, ৪৫ বছর বয়সি নারী, এমনটি লিখে কাঁঠালের একটি নমুনা পাঠিয়েছিলাম আমরা, এই পরীক্ষার ফল নিষ্পত্তিহীন ছিল।
কিন্তু যখন এলিজাবেথ অ্যান, ২৬ বছর লিখে পেঁপের নমুনা পাঠানো হলো, তখন পেঁপের করোনা ভাইরাস ধরা পড়ল।’ প্রেসিডেন্ট জানান, একটি পাখি ও একটি ছাগলের নমুনার দুটোই পজিটিভ এসেছে, কিন্তু খরগোশের নমুনা পরীক্ষায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ল্যাব।
তাঞ্জানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি ঐ ল্যাবরেটরি কীভাবে পরিচালিত হচ্ছে তা তদন্ত করে আগামী ১৩মের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে সময় বেঁধে দেন। তবে ল্যাবরেটরিটিতে করোনা ভাইরাস পরীক্ষা অব্যাহত থাকবে।
তথ্য সূত্র ও ছবি কৃতজ্ঞতা- মেহেদী মান্নান,
বাংলাদেশ টেলিভিশন।
 

এটি পড়ে দেখতে পারেন

নতুন ধরনের করোনা ভাইরাসে বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক। চট্টবাংলা ডট কমঃ নতুন ধরনের করোনা ভাইরাসে শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছে । নতুন …