মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
সারাদেশে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা। বন্দরনগরী চট্টগ্রামে গত ৭২ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণে সনাক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আসংখ্যাজন ভাবে।
সরকারের গৃহীত বিভিন্ন প্রদক্ষেপ আর প্রশাসনের নজরদারিতে মারাত্নক বিপর্যয়ের হাত থেকে নগরবাসীর রক্ষা পেলেও আসন্ন ঈদুল ফিতরে ব্যবসায়ীদের লোকসানের কথা চিন্তা করে আগামী (১০ মে) রবিবার থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিং মল খোলা রাখার নির্দেশনা জারি করা হয়।
সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নগরীর ১১ টি মার্কেটের ব্যবসায়ী নেতারা বৈঠক করেন আজ (৮ মে) শুক্রবার। বৈঠক শেষে তারা আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট সমুহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
মার্কেটগুলোর মধ্যে রয়েছে, নগরীর অভিজাত শপিং মল মিমি সুপার মার্কেট, সানমার ওসান সিটি, চিটাগং শপিং কমপ্লেক্স, ফিনলে স্কয়ার শপ, সেন্ট্রাল প্লাজা, আমিন সেন্টার, আফমী প্লাজা, আকতারুজ্জামান সেন্টার, সিংগাপুর-ব্যাংকক মার্কেট, কল্লোল সুপার মার্কেট
এবং লাকী প্লাজা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন, স্যানমার ওসান সিটি ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আসাদ ইফতেখার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান। চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। ফিনলে স্কয়ার শপ ওনার্স এসোসিয়েশন সভাপতি আসাদ এফতেখার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল। সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহাম্মদ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকতার খান। আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেদ আলী ও সাধারণ সম্পাদক সাহেদুল আনোয়ার। আফমী প্লাজা পরিচালক স্বপন মুহুরী ও কায়সার মহাম্মদ ইব্রাহিম। আক্তারুজ্জামান সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে নুরুল আলম ও নাজিম উদ্দিন। কল্লোল সুপার মার্কেট এর সহ-সভাপতি হুমায়ন কবির,কর্মকর্তা মোহাম্মদ সেলিম ও খোকন মজুমদার। মিনি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর ও সহ-সভাপতি দিলীপ কুমার ধর।
এসময় ব্যবসায়ী নেতারা বলেন, জীবনের জন্য জীবিকা। জীবিকার জন্য কখনো জীবন হতে পারেনা। মানুষ বেঁচে থাকলে আগামী দিনেও ব্যবসা করা যাবে কিন্ত এ মরামারির দিনে আগে টিকে থাকাটাই জরুরি। তাই আমাদের সবারই উচিত সরকারি নির্দেশনা মেনে করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করা।
এদিকে মার্কেট বন্ধ রাখায় বয়বসায়ী নেতাদের প্রতি ধন্যবাদ জানান নগরবাসী। এনিয়ে সোস্যাল মিডিয়ায় বইতে থাকে শুভেচ্ছা ও শুভকামনার বন্যা।