জাহাঙ্গীর আলম চৌধুরী। চন্দনাইশ প্রতিনিধি -ঃ
মরণব্যাধী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দশমাসের শিশু আবির।
দেশের করোনা রোগীদের পরিসংখ্যানে বলা হয় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা আবির হচ্ছেন এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী করোনা রোগী।
বর্তমানে করোনা আক্রান্ত শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। গত ১৭ এপ্রিল শিশু আবিরের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আবিরের নমুনা পরীক্ষা শরীরে করোনা রোগ শনাক্ত হয়।
শিশুটির করোনা প্রজেটিভ আসার পর চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা তাদের বাড়ি এবং হারলা তার ফুফুর বাড়ি লকডাউন কার হয়। অবশেষে নানা উদ্বেগ উৎকন্ঠার পর আজ বাড়ি ফিরল শিশু আবির।
শিশুটিকে ঘিরে লোকমুখে এক বিস্ময়কর পরিস্থিতি সৃষ্টি হয়। বলা হচ্ছে মায়ের ভালোবাসার কাছে হার মেনেছে ভয়ঙ্কর করোনা। দীর্ঘ ১০দিন ধরে করোনা আক্রান্ত শিশুকে বুকে জড়িয়ে রেখেও আক্রান্ত হননি মা। এটাই ইতিহাস।