চট্টবাংলা। ডেস্ক রির্পোট-ঃ
চলে গেলেন বাংলাদেশ তথা এশিয়ার সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জেলার রামুর বাসিন্দা মোহাম্মদ জিন্নাত আলী (৩০)।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেইন টিউমার নিয়ে চমেক হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
এলাকাবাসির সহযোগিতায় তার মৃতদেহ নিজ গ্রামের বাড়িতে সমাহিত করার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খনন করা হয়েছে সর্ববৃহত কবরও।