চট্টবাংলা ডেস্ক । জাতীয়-ঃ
নাফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত ২টার দিকে ঘুমের মধ্যে তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। ভোর ৪টার দিকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপনা শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন।
একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপক পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।
তিনি ১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবা প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী এবং মা হায়াতুন নেছা চৌধুরী ৷
পারিবারিক ভাবে তিন ভাই দুই বোনের মধ্যে তাঁর অবস্থান তৃতীয়৷ মৃত্যুকালে তিনি স্ত্রী সেলিনা নওরোজ চৌধুরী, মেয়ে কারিশমা ফারহিন চৌধুরী এবং ছেলে কাশিফ রেজা চৌধুরী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।