এম.জুনায়েদ। চট্টবাংলা ফটিকছড়ি প্রতিনিধি-ঃ
ফটিকছড়িতে কর্মহীন হয়ে পড়া সংবাদপত্র হকাদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতারণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন।
আজ (২৬ এপ্রিল) রবিবার বিকালে উপজেলা কার্যালয়ে স্থানীয় সংবাদপত্র হকারদের মধ্যে
খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলার মোট ১৫ জন সংবাদপত্র হকারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।