শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
শিরোনাম
Home / জাতীয় / দুয়ারে কড়া নাড়ছে রহমত-মাগফিরাত ও নাজাত’র মাস। চাঁদ দেখা কমিটির সভা আজ

দুয়ারে কড়া নাড়ছে রহমত-মাগফিরাত ও নাজাত’র মাস। চাঁদ দেখা কমিটির সভা আজ

চট্টবাংলা ডেস্ক রির্পোট-ঃ
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে-রমজান মাস।আজ শুক্রবার (২৪ এপ্রিল) রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হবে রোজা। সে হিসেবে আজ রমজান মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন অথবা ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩/৯৫৫৫৯৪৭
৯৫৫৬৪০৭/ ৯৫৫৮৩৩৭

এটি পড়ে দেখতে পারেন

মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে, আশা তথ্যমন্ত্রীর

  করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশাপ্রকাশ …