চট্টবাংলা। ডেস্ক রির্পোট-ঃ
বন্দর নগরীর উত্তর পতেঙ্গা। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে বন্ধ যখন সব প্রতিষ্ঠান বন্ধ আয়ের পথ। এমনি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর হাজী জয়নাল আবেদিন।
সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাহানুর বেগম সার্বিক সহযোগিতায় সরকার প্রদত্ত ত্রান বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৪০নং ওয়ার্ড এলাকায় সাড়ে ৩ হাজার অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
আজ (২৩ এপ্রিল) বৃহস্প্রতিবার বিকেলে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলের সরাসরি তত্বাবধানে বিশেষ ব্যবস্থায় ওয়ার্ডের প্রতিটি অসচ্ছল পরিবারের এসব ত্রাণ পৌছে দেয়া হয় বলে জানান কাউন্সিলর সচিব মোহাম্মদ রিপন।
এবিষয়ে জানতে চাইলে কাউন্সিলর জয়নাল আবেদিন বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার (ত্রাণ সামগ্রী) গুলো ওয়ার্ড এলাকার প্রকৃত অসচ্ছল, খেটে খাওয়া জনসাধারণের হাতে তুলে দেয়া হয়েছে। এই কার্যক্রমে আমি সর্বিক সহযোগিতা পেয়েছি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানূর বেগম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের।
এলাকার প্রতিটি স্থানে বিশেষ ব্যবস্থায় নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয়
প্রশাসন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।