সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / কাল থেকে প্যারেড মাঠে চকবাজারের কাঁচাবাজার বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন

কাল থেকে প্যারেড মাঠে চকবাজারের কাঁচাবাজার বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন

মানস চক্রবর্তী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে কাঁচাবাজার ক্রয় করতে পারে তারই সুবিধার্থে সাময়িকভাবে নগরীর চকবাজার’র কাঁচাবাজারটি প্যারেড মাঠে বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষের অনুমতির প্রেক্ষিতে প্যারেড মাঠে বাজার বসানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য যে, গত বেশ কিছুদিন থেকেই বাজার স্থানান্তরের জন্য কাজ করে যাচ্ছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন।
এবিষয়ে জানতে চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ প্যারেড মাঠে কাঁচাবাজার বসানোর দাবি জানানোর পর সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে ব্যবসায়ীরা চাইলে প্যারেড মাঠে বাজার বসাতে পারবেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, যেহেতু কলেজ কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে ব্যবসায়ীরা চাইলে কাল থেকে প্যারেড মাঠে বাজার বসাতে পারবেন। আমরা তাদের সহযোগিতা করবো। যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, চকবাজার কাঁচাবাজার মাঠে সরানো হয়নি-এমন সংবাদ পাওয়ার পর বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আমরা কাঁচাবাজার প্যারেড মাঠে বসানোর জন্য অনুমতি চাইলে কলেজ কর্তৃপক্ষ অনুমতি দেন। কাল থেকে চকবাজার কাঁচাবাজার প্যারেড মাঠে বসবে, আমরাও এ কাজে তাদের সহযোগিতা করবো।
                                                                                                                          

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …