বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটি ও চান্দগাঁও শাখা

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটি ও চান্দগাঁও শাখা

মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
সারাদেশ জুড়ে যখন করোনা ভাইরাস আতঙ্কে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একে একে আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাড়ছে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা। দীর্ঘ এক অনিশ্চয়তায় ভুগছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। এমনই সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে জাতির জনকের আদর্শে লালিত সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি এবং চান্দগাঁও থানা শাখার যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষের মাঝে সব্জী ও বিভন্ন শুকনো খাবার এবং মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনের নেতৃবৃন্দ। মাসব্যাপী এ কার্যক্রম উদ্ধধন করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দীন চৌধুরী মোরশেদ। অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন, বঙ্গবন্ধু ফাউন্ডশন কেন্দ্রিয় কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাফায়েত উল ইসলাম জাবেদ।
চান্দগাঁও থানা কমিটির সভাপতি যুবনেতা ওয়াহিদুল আলম, সহ সভাপতি আলমগীর আলম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাপ্পি’র নেতৃত্বে গতকাল বুধবার থেকে নগরীর বিভিন্ন স্থানে এখাদ্য (ত্রান) বিতরন কার্ষক্রম শুরু করা হয়। এ কার্যক্রম মাসব্যাপী হিসেবে চালু হলেও পবিত্র ঈদুল আজহা পর্যন্ত চলমান থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে নগরীর পুর্ব ফরিদার পাড়ার অসচ্ছল, মধ্যবৃত্ত, নিন্ম মধ্যবৃত্তদের মধ্যে পরিবার প্রতি প্রছন্দমতো যেকোন ২কেজি সব্জী বিতরণ করা হয়। সে অনুযায়ী দৈনিক ৪০০-৫০০ পরিবারের মাঝে ১০০০ কেজি সব্জি বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এবিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক যুবনেতা সাফায়েত উল ইসলাম জাবেদ চট্টবাংলাকে বলেন, “কেন্দ্রিয় কমিটির নেতৃত্বে এবং চান্দগাঁও থানা কমিটির সভাপতি ওয়াহিদুল আলম এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাপ্পি’র সার্বিক সহযোগিতায় বিনামুল্যে সব্জি বিতরণ কার্যক্রম মহামারি করনোর প্রকোপ শেষ না হওয়া পর্ষন্ত অব্যাহৃত থাকবে। আমাদের বিশ্বাস আগামী একমাসে আমরা নগরীর ৫০-৬০ হাজার পরিবারের কাছে বিনামূল্যে সবজি পৌঁছাতে সক্ষম হব”।
অসচ্ছল জনগোষ্ঠির মাঝে সব্জি বিতরণ কাযর্ক্রম উদ্বোধনকালে তরুণ রাজনীতিবিদ, যুব-সংগঠক,শিক্ষানুরাগি,সমাজ সেবক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী এবং জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল চট্টবাংলা’র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) আলাউদ্দীন চৌধুরী মোরশেদ এই প্রতিনিধিকে বলেন,” আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি বলেই আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। করোনা মহামারি কারো একার বিপদ নয়,এটা একটি জাতীয় দূর্যোগ। আমরা যদি স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসি এবিপদ কাঠানো আমাদের জন্য কঠিন কিছু নয়। সবাই এগিয়ে এলে শক্তিশালী হবে জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত”।
তিনি আরো বলেন, শেখ হাসিনার বাংলায় কেউ অনাহারে মরবেনা। কেননা এ বাংলায় আছে জাতির পিতার আদর্শে উজ্জীবীত লক্ষ সৈনিক। যত বিপদই আসুক তাঁরা দাঁড়াবে অতন্দ্র প্রহরী হয়ে। তিনি এখাদ্য বিতরণ কার্যক্রম করোনা পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্ষন্ত চলমান থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
                                                                                                              

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …