রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / করোনায় আক্রান্ত সিএমপির ট্রাফিক পুলিশ

করোনায় আক্রান্ত সিএমপির ট্রাফিক পুলিশ

মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল করোনা আক্রান্ত হওয়ায় দামপাড়া ব্যারাকের ২০০ পুলিশ সদস্য ও বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন চিকিৎসকসহ ২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সেইসঙ্গে দামপাড়া পুলিশ লাইনের সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারেক লকডাউন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে নতুন ৫ রোগী শনাক্তের পর তিন উপজেলায় ৪টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
গতকাল রোববার (১২ এপ্রিল) রাতেই নগরের ওই ব্যারেক লকডাউন করা হয়। একই সঙ্গে বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন চিকিৎসক, তিন জন নার্স, সাতজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২ জন রুমমেট ও ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
                                                   

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …