রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / পাড়া মহল্লার চায়ের দোকানের আড্ডা ভাঙ্গতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালীতে

পাড়া মহল্লার চায়ের দোকানের আড্ডা ভাঙ্গতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালীতে

চট্টবাংলা ডট কম । বোয়ালখালী প্রতিনিধি-ঃ
বোয়ালখালী উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় চায়ের দোকানে চলছে আড্ডাবাজি। কোন কারণ ছাড়াই ঘর থেকে বের হয়ে মানুষ আড্ডায় মেতে উঠছে। অথচ ঘরের বের না হতে এবং একত্রে আড্ডা নাদিতে বা ঘোরাফেরা না করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার আহ্বান জানাচ্ছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ও পশ্চিম গোমদন্ডী এলাকার অভিযান চালিয়ে হোটেল ও চায়ের দোকান বন্ধ করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি দিয়ে সরকার ঘরে থাকার নির্দেশ দিলেও অনেকেই তা কর্ণপাত করছে না। সামাজিক দূরত্ব মানছে না। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। জেল-জরিমানা করেও নির্দেশনা মানতে বাধ্য করা যাচ্ছে না।
এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের এত প্রচারনার পরও পাড়া-মহল্লার চা দোকান গুলো সামনে বন্ধ রেখে, পিছন থেকে খুলে চলছে চা, সিগারেট, পেয়াজু, ডালপুরি, পান বিক্রি করে। আর ১০-১৫ জন মিলে আড্ডাবাজি করে। সেনাবাহিনী ও পুলিশ নিয়ে হানা দিলে আড্ডাবাজরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, চায়ের দোকানে থাকা বেঞ্চ, চুলা এবং গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের জিম্মায় দিয়ে আসি, যাতে সরকারি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চা-সিগারেট এর দোকান আর আড্ডাখানা বন্ধ থাকে। সরকার সাধারন ছুটি শেষ ঘোষনা করলে চুলা, সিলিন্ডার ও বেঞ্চ ফেরত পাবে বলে জানান তিনি।
                                                                                                                                                                

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …