
অভি পাল (প্রতিনিধি)
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪,বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ৩১ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন পটিয়াস্থ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া ও চন্দনাইশ থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর নির্বাচিত মহিলা পরিচালক অনুপমা বিশ্বাস নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি, এর আগেও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কোষাধ্যক্ষ হিসেবে এবং চরতি দূরদূরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
অনুপমা বিশ্বাস সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নস্থ বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার সুখেন্দু বিকাশ চৌধুরীর পুত্রবধূ, ও স্বনামধন্য চিকিৎসক প্রয়াত ডাক্তার অনিল কুমার বিশ্বাসের কন্যা।স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সহধর্মিনী।