অভি পাল (প্রতিনিধ)
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আবছার বাবুল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তিনি বলেন, পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে মাতৃভাষা আন্দোলনের পথ বেয়েই লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। দেশের প্রতিটি অর্জনেই বাঙালী জাতিকে সংগ্রাম ও আত্মত্যাগ করতে হয়েছে। এই শহিদদের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই কাধে কাধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গিকারবন্ধ হই।