অভি পাল
পেঁয়াজ বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেঅভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ১১ ডিসেম্ভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত খাতুনগঞ্জের বেশ কয়েকটি পেঁয়াজের মোকামে ক্রয়-বিক্রয়ে অনিয়ম খুঁজে পান। এ সময় কাউকে জরিমানা করা না হলেও মৌখিকভাবে সর্তক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান- মোকামগুলো থেকে প্রাপ্ত রশিদে দেখা যায় এক সপ্তাহ আগে পেঁয়াজ ৮০-৯০ টাকায় ক্রয়-বিক্রয় হয়েছে। অথচ একই দামে কেনা পেঁয়াজ এখন ১৫০-২০০ টাকায় বিক্রয় হচ্ছে। বিষয়টি সমাধানে খাতুনগঞ্জের আড়তদারদের জেলা প্রশাসন অফিসে ডাকা হয়েছে। এদিকে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ- আড়তদাররা বিক্রি বন্ধ রাখায় সোমবার ঘন্টার পড় ঘন্টা ঘুরেও পেঁয়াজ কিনতে পারেননি তারা।