মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
শিরোনাম
Home / পার্বত্য চট্টগ্রাম / খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ইউএনওকে বদলী জনিত বিদায় সংবর্ধনা  

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ইউএনওকে বদলী জনিত বিদায় সংবর্ধনা  

 

দুর্জয় বড়ুয়া (শান্ত)

 

দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি জেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ আরাফাতুল আলম  বিদায় সংবর্ধনা রবিবার ১০ ডিসেম্বর সন্ধ্যায়  উপজেলার পরিষদে অনুষ্ঠিত হয়।

বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ  আরাফুল আলম । এ সময় তিনি দীঘিনালা উপজেলা  দায়িত্বপালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, স্নেহ-মমতা পেয়ে এই উপজেলায় আমি কাজ করেছি। আমার দেখা  এই উপজেলা  মানুষ অনেক আন্তরিক । আমি আমার দায়িত্বপালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজনসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। যার কারণে দীঘিনালা উপজেলা  সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এ অঞ্চলের মানুষ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির এবং প্রশাসনের কাজে তারা সহযোগিতা করতে সদা প্রস্তুত। সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটা স্বাভাবিক নিয়ম। দায়িত্বপালনকালে কেউ জনগণের কল্যাণে কাজ করলে ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভোলে না। সরকারও তাদের ভালো কাজের মূল্যায়ন করে।

 

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ । উপস্থিত ছিলেন  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এটি পড়ে দেখতে পারেন

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত

  দুর্জয় বড়ুয়া শান্ত ( প্রতিনিধ) জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় সপ্তাহব্যাপী অমর …