মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / ৫৩ বছর পর মিরসরাই এ নৌকার মাঝি পরিবর্তন 

৫৩ বছর পর মিরসরাই এ নৌকার মাঝি পরিবর্তন 

 

আকাশ বৈদ্য (মিরসরাই প্রতিনিধি)

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দীর্ঘ ৫৩ বছর পর নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। ১৯৭০ সাল থেকে অদ্যাবধি এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার মেজো ছেলে মাহবুব রহমান রুহেল। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ আসনের দলীয় মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ১৮ নভেম্বর দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন রুহেল। ২০ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মেজো ছেলে রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

জানা যায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭০ সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯৬ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের বলেন, মাহবুব রহমান রুহেল ভাই তরুণ প্রজন্মের আইকন। তারুন্য নির্ভর জনপ্রতিনিধি আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে যেসব যথোপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা অনায়াসেই নিতে পারবেন। আমরা আশাবাদী বাবার মতো করে মিরসরাইয়ের মানুষের জন্য উন্নয়নে অসামান্য অবদান রাখবেন মাহবুব রহমান রুহেল।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার বলেন, বাবার হাত ধরে মাহবুব রহমান রুহেল মিরসরাই জনপদ চষে বেড়িয়েছেন। আমি আশা করছি আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি থেকে মিরসরাইয়ের মানুষ যেভাবে সেবা পেয়েছেন ঠিক একইভাবে মাহবুব রহমান রুহেল ভাই থেকেও সেবা পাবেন। উন্নয়নের মহাসড়কে দেশ-সেই দেশকে এগিয়ে নিতে তরুণ জনপ্রতিনিধিত্ব অসামান্য অবদান রাখবেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বয়সের কারণে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার সুযোগ্য উত্তরসূরি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা অনেক আনন্দিত। মিরসরাইয়ের উন্নয়ন রুহেল ভাইয়ের নেতৃত্বে আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …