সোমবার , নভেম্বর ৪ ২০২৪
শিরোনাম
Home / পার্বত্য চট্টগ্রাম / খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলাতে  বিশাল জন সমাবেশ 

খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলাতে  বিশাল জন সমাবেশ 

 

দুর্জয় বড়ুয়া (শান্ত) (প্রতিনিধি)

খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তার আওতায়  ৩৩,৮৮৫ জন সুবিধা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করেছে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো।

১২ অক্টোবর রোজ বৃহস্পতিবার দীঘিনালা মাইনি ভেলী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যান  খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে তিনি বলেন সারা দেশের ন্যায়, খাগড়াছড়িতেও শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে সরকার ধারাবাহিক প্রনোদনা প্রদান অব্যহত রেখেছে। এরি আওতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রায় ৬ হাজার পবিরারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়েছে।   সরকারের এ সুবিধা প্রদান অব্যহত থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন শেখ হাসিনা সরকারের সময়ে কোন মানুষ গৃহহীন থাকবেন না। গৃহহীনদের ঘর দেয়া হয়েছে। দেশ স্বাধীন করেছেন মুক্তি যোদ্ধারা, তাদের কোন সরকার মূল্যায়ন করেনি। একমাত্র শেখ হাসিনা সরকার তাদের মূল্যায়ন করেছেন।দেশ এগিয়ে যাচ্ছে  দেশকে এগিয়ে নেয়ার জন্য তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চান।অনুষ্ঠানে দীঘিনালা উপেজলা চেয়ারম্যান মোঃ কাশেম এর সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা  প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক নিরাপত্তার আওতায় সু্বিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এটি পড়ে দেখতে পারেন

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত

  দুর্জয় বড়ুয়া শান্ত ( প্রতিনিধ) জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় সপ্তাহব্যাপী অমর …