শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

অভি পাল( প্রতিনিধি)

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে অংশীদার সংস্থা সল্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় পরিচালিত মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বানীগ্রাম বিডি-০৫১১ এর স্পন্সর চাইল্ড মিশন দে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ প্রাপ্তিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে এর সঞ্চালনায় এবং পালক কাজল শিকদারের সভাপত্বিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পি.এফ লূক ব্রাইটওয়েল খকসী.

উক্ত অনুষ্ঠানে কম্প্যাশনের পক্ষ থেকে মিশনকে একটা ল্যাপটপ প্রদান করা হয়।

উল্লেখ্য অসহায়, হতদরিদ্র শিশুদের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে” মূলত এই উদ্যেশ্য কে সামনে রেখেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।অসহায়, হতদরিদ্র শিশুদের আস্থাও বিশ্বাসের ঠিকানা
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্ত বাড়ৈ,সরোজ দে,রিতা দে আহমদুর রহমান, কারিশমা মেরি দেব প্রমুখ

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …