মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ইছাখালী ইউনিয়নে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন

ইছাখালী ইউনিয়নে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন

অভি পাল(প্রতিনিধি)
মিরসরাই উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ৬ নং ইছাখালী ইউনিয়ন কমিটি গঠনের উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ৬ নং ইছাখালী ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গৌর নিতাই মন্দিরের সভাপতি সুধা শ্যাম দাস
প্রধান অতিথি : আকাশ বৈদ্য, সভাপতি মিরসরাই উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র
প্রধান বক্তা : চারু মুকুন্দ, সাধারণ সম্পাদক, গৌর নিতাই মন্দির দেওয়ানপুর জোরারগঞ্জ।

বিশেষ অতিথি : মিশু বক্সী, যুগ্ম সাধারণ সম্পাদক হিন্দু যুব মহাজোট ফেনী জেলা, প্রান্ত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মিরসরাই উপজেলা, অনজন দাশ,সাংগঠনিক সম্পাদক মিরসরাই উপজেলা, সহ সংগঠনের বরিষ্ট কার্যকর্তাবৃন্দ বিপুল সংখ্যক সনাতনী ছাত্রবৃন্দের উপস্থিতিতে শ্রীমান শিপন দাস কে সভাপতি ও শ্রীমান বাসু দাস কে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট হিন্দু ছাত্র মহাজোট ৬ নং ইউনিয়ন ইছাখালী পূর্ণাঙ্গ কমিটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …