শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / পার্বত্য চট্টগ্রাম / সাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই  আজ তার অনিত্যসভা

সাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই  আজ তার অনিত্যসভা

 

দুর্জয় বড়ুয়া (শান্ত)

দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি পলাশ বড়ুয়া গত ২ আগস্ট বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তার দুই ছেলে সন্তান, স্ত্রী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।

গত সোমবার বিকালে দিকে তিনি হঠাৎ করে হিট স্ট্রোক করেন। তখন সাথে সাথে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে দায়িত্ব রত ডাক্তাররা আরও উন্নত চিকিৎসার জন্য পলাশ বড়ুয়াকে চট্টগ্রামের বিভাগীয় একটি হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম চিকিৎসাধীন অবস্থায় এক দিন রাখার পড় শারীরিক অবস্থা অবনতি হলে সেখানে থেকে তাকে ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যা ৬-৩৫ মিনিটে মৃত্যু বরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা থেকে মরদেহ নিজ বাড়িতে আনার পড় তার অনিত্যসভা আজ ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে জেলা – উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ সামাজিক, সেচ্ছাসেবী ও রাজনৈতিক মহলের সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোকাহত। তার বিদেহী আত্মার সদগতি সহ শোকাহত পরিবারের প্রতি সকলে সমবেদনা জ্ঞাপন করেন।

এটি পড়ে দেখতে পারেন

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত

  দুর্জয় বড়ুয়া শান্ত ( প্রতিনিধ) জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় সপ্তাহব্যাপী অমর …