সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / সামাজিক সংগঠন ABETS এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সামাজিক সংগঠন ABETS এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রাম এর ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ABETS এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ম বারের মতো ABETS শিক্ষা বৃত্তি’২০২৩ খলীল-মীর কলেজে অনুষ্ঠিত হয়।উক্ত পরীক্ষায় পটিয়ার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন,ABETS এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম. ইদ্রিচ চৌধুরী অপু, প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু,জসীম উদ্দীন বাবু,আবু তাহের ইমু, সাইফুল ইসলাম সাইফু,নারগিস আক্তার তানিয়া,সহ-সভাপতি হাশেম বাহাদুর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয় সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জীবন।

এই সময় ইদ্রিচ অপু বলেন,করোনাকালীন সময়ে ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যাবস্থাকে উজ্জীবিত করে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের এই বৃত্তি।
এই সময় কেন্দ্র প্রদান এর দায়িত্ব পালন করেন খলীল-মীর কলেজ এর অধ্যক্ষ জনাব মিসবাহ-উর-রহমান,হল পরি দর্শক ছিলেন পিঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইরফান, পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মহিম উদ্দীন। এই সময় আরও উপস্থিত ছিলেন ৭নং জিরি ইউনিয়ন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু , খলিলুর রহমান শিশু নিকেতন এর প্রধান শিক্ষক ছোটন নাথ সহ আরও অনেকে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …