শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / পটিয়াতে এসএসসি পরিবারের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটিয়াতে এসএসসি পরিবারের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মো: ইয়াছিন আকাশ (প্রতিনিধি)

পটিয়াতে এসএসসি পরিবার, পটিয়া কতৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সেমিফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি পরিবারের মডারেটর রায়হানুল হক, মোহাম্মদ ফারুক, নাকিব বিন ইসলাম।

ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন,বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জর্জ ও এসএসসি পরিবারের সিনিয়র এডমিন আবু তাহের তাহসান এবং পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.এমদাদুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএসসি পরিবারে সম্মানিত এডমিন, মডারেটর, এম্বাসাডরগন, দর্শকবৃন্দ।

বিতর্কে ১ম পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৪টি দলকে ২য় পর্বে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে করে। সেখানে “আইনের প্রয়োগ নয়,জনসচেতনাই পলিথিন দূষন নিয়ন্ত্রনে সর্বোৎকৃষ্ট উপায়” এই বিষয়ের উপর পক্ষে অস্টেটিক বনাম বিপক্ষে ফাইটার্স হিসেবে বিতর্ক চলতে থাকে। আবার “প্রাতিষ্টানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার অভাব বেকারত্ব নির্মূলের অন্তরায় ” এই বিষয়ের উপর পক্ষে অদম্য বনাম বিপক্ষে বিদ্রোহ হিসেবে বিতর্ক অনুষ্ঠিত হয়।এবং ফাইটার্স ও অদম্য জয়ের মাধ্যমে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

বিশ মিনিট বিরতির পর ফাইনাল রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হয়। ফাইনালে বিতর্কের বিষয় ছিল “মাত্রাতিরিক্ত দেনমোহর সংসার টিকিয়ে রাখার হাতিয়ার”। এই বিষয়ের উপর বিতর্কে অদম্যকে যুক্তি, তর্কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফাইটার্স ।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল বিতর্কিক’দের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট এবং চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …