সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / সাধনপুর ইউনিয়নে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাধনপুর ইউনিয়নে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অভি পাল(প্রতিনিধি)
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ও সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরী’র নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় বক্তরা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত এই দলের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের যুগান্তকারী নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে জয়ী হওয়ার গৌরব রয়েছে আওয়ামী লীগের।

আওয়ামী লীগের লক্ষ্যই হলো দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ এবং বাঙালিদের বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি স্বরাজ ভট্টাচার্য, ৫ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার পাল,বাঁশখালী উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ সাধনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমডি মুজিব এবং সাধনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাহাদুল আলীম রিয়াদ, ছাত্রলীগ নেতা খাইরুল আমিন টুটুল,মাজেদুল হক রিয়াদ, আসহাব উদ্দিন, বাঁধন ভট্টাচার্য, ফারুক, গিয়াস প্রমুখ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …