মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন

বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন

অভি পাল(প্রতিনিধি)

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে বাশঁখালী উপজেলার বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নবনির্মিত শহিদ মিনার শুভ উদ্বোধন করেন ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কে.এম সালাউদ্দিন কামাল।

আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাবু প্রদীপ মিত্র চৌধুরী, ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ও কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানের বক্তারা বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ও বলিষ্ঠ নেতৃত্বে ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয়। বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রতিটি ধাপে ভাষা আন্দোলনের মূল মন্ত্র সবিশেষ ভূমিকা রেখেছে।পাশাপাশি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা ‘বাংলা’-এর মর্যাদা রক্ষায় যে সকল ভাষা শহিদ প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …