মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / চন্দনাইশ সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভা

চন্দনাইশ সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভা

অভি পাল (প্রতিনিধি)

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশ ইতোমধ্যে হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক আগে এমডিজি অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যে লক্ষ্য রয়েছে, সেটি ২০৩০ সালের মধ্যেই ইনশাাল্লাহ বাস্তবায়ন হবে। এছাড়া ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সরকার চারটি ভিত্তি নির্ধারণ করেছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করবে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

গত সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে ছাত্রলীগের কর্মীসভায় এসব কথা বলেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলাম।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট বাংলাদেশের ধারণাকে নিয়েও ব্যঙ্গ করতে পারে, তারা মানুষকে ভুল বোঝাবে। তাদের বাঁধা হয়ে দাঁড়াতে হবে, অপচেষ্টা ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে খালেদা জিয়া ছাত্রদলের নেতাকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমাদের নেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়েছিলেন। সেদিনই বোঝা গেছিল শেখ হাসিনা কত সূদূর প্রসারী চিন্তা করেন আর খালেদা জিয়া কোন স্তরে চিন্তা করেন।

এসময় আরো বক্তব্যে রাখেন সাবেক সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মফিজুর রহমান, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাউছার আলম রিফাত।

উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন সাগর, ইফতেখার আলম সবুজ, মোরশেদ, শাহাদাত হোসেন, ছাদেক, এরফান, তানভির ইসলাম রিয়াদ, ইমন, সাজ্জাদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরজু, শাহিন, আরমান, জাহেদ, নাঈম উদ্দিন, মোঃ আরিফ, মিজান, ফয়সাল, মাঈন উদ্দিন প্রমুখ সহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …