সোমবার , নভেম্বর ৪ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ধলঘাট বুড়া কালি বাড়িতে চুরি

ধলঘাট বুড়া কালি বাড়িতে চুরি

অভি পাল (প্রতিনিধি)

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাট নামক গ্রামে অবস্থিত সু-প্রাচীন জগৎ জননী শ্রী শ্রী মা বুড়াকালীর মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে।

শনিবার গভীর রাতে মন্দিরের গ্রীলে লাগানো তালা ভেঙে কালী প্রতিমার ৪৫ ভরি সোনার গয়না,নগদ ৫০ হাজার টাকা,চুরি করে দুষ্কৃতীরা।

ঘটনার বিষয়ে মন্দিরের পুরোহিত আশীষ চক্রবর্তী জানান, রাতে মন্দিরের তালা কেটে ৪৫ ভরি সোনার গয়না, দানবাক্সসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা করেছে আমরা এখনও জানতে পারিনি। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম মজুমদার জানান,চুরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাতসকালে চুরির খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে।
চোরেরা মুখোশ পরা থাকায় পুলিশ তাদের দ্রুত শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে এমনটাই মনে করছেন এলাকাবাসীরা। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের মানুষ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …