বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

অভি পাল,প্রতিনিধি
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫১তম বার্ষিকী। ১৯৭২ সালের আজকের দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্যঃস্বাধীন তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসেন।

সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী এর সঞ্চালনায় ‘বিজয়ের দেশে বিজয়ীর পদার্পণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্রসংসদে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে, স্বাধীন বাংলায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলার বিজয় পূর্ণতা পাওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

আলোচনা সভা পরবর্তী কলেজে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ পাটোয়ারী মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলো, বিল্টু সেন, প্রচার সম্পাদক ওসমান গনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকু চার্লস ফিনি, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, সহ সম্পাদক আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, সদস্য ওমর ফারুক প্রমুখ।

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …