অভি পাল (প্রতিনিধি)
কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন – ২২ চট্টগ্রামের পটিয়াস্থ গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ধলঘাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক।
সংগঠনের পতাকা উত্তোলন করেন কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি কৃষক নেতা মোঃ আবদুল নবী।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জাতীয় সম্মেলনে চেয়ারম্যান প্রকৌশলী নিমাই গাঙ্গুলী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পাটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি
অধ্যাপক কানাই দাশ। বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
মোঃ শওকত আলী। গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মাস্টার শহীদুল ইসলাম।
এ-সময় আলোচকরা বলেন – সরকার যায় সরকার
আসে কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন হয না।
বর্তমানে যারা উন্নয়নের কথা বলেন, কিন্তু উন্নয়ন কোথায় হয় আমরা জানিনা।এখনো ৭০ ভাগমানুষ কৃষি কাজ করে। স্বাধীনতার পরবর্তী সময়ে কৃষকেরা যে অবস্থায় ছিল আজো সে অবস্থার পরিবর্তন হয়নি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা ফজল আহমেদ, নজরুল ইসলাম আজাদ, সেহাব উদ্দিন সাইফু, শিমুল ধর, শিক্ষক নেতা শ্যামল দে, অলক দাশ,লিটন বড়ুয়া, প্রাক্তন ছাত্রনেতা সাজ্জাদ হোসেন,যুব ইউনিয়ন চট্টগ্রাম দঃ জেলার সভাপতি বাবলা বড়ুয়া, শোক প্রস্তাব পাঠ করেন কৃষক সমিতি বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু।