
অভি পাল (প্রতিনিধি)
একশত পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি অটোরিক্সা সহ একজন আসামী গ্রেফতার করেন চান্দগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ০৫:১৫টায় চান্দগাঁও থানাধীন খেজুর তলাস্থ ইকবাল হোস্টেল এর সামনে রাস্তার উপর থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ সালাহ উদ্দিন (২১), পিতা-জসিম ড্রাইভার, মাতা-সখিনা বেগম, সাং-পূর্ব মোহরা, সালাম সাহেব এর বাড়ীর পিছনে, কেরানীর বাড়ী।
চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মাঈনুর রহমান বলেন,চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।
আসামি চট্টগ্রাম সিএনজি গাড়ীর মাধ্যমে পাবর্ত্য জেলা রাঙ্গামাটি হইতে দেশীয় তৈরি চোলাইমদ সংগ্রহ করে পাইকারী দামে বিক্রয় করার জন্য চট্টগ্রাম মহানগর এলাকায় বিক্রয় করার নিমিত্তে উদ্ধারকৃত চোলাইমদ সমূহ ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
মামলা নং-২৩, তাং-২৫/১০/২০২২ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮ রুজু করা হইয়াছে।