অভি পাল,প্রতিনিধি
মুক্তি ব্লাড ব্যাংক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে গঠিত হলেও সমাজের অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে-এমন বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।‘আমরা একা নই, সবাই সবাইকে নিয়ে বাঁচব। সবার কথা ভাবব। সমাজের ধনী ও গরিব সবার সুখে সুখী এবং বিপদে পাশে দাঁড়াব।করোনাকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন দৈব দুর্বিপাকে অসহায় গরীব দুখী মানুষের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি, চিকিৎসা সরঞ্জাম উপহার, বাজার সহায়তা, আর্থিক সহায়তা করছে মুক্তি ব্লাড ব্যাংক।
গত সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি ব্লাড ব্যাংকের দ্বি-বার্ষিক সম্মেলন ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মাল্টা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্যে রাখেন কাউন্সিলর পুলক কাস্তগির,কাউন্সিলর জহরলাল হাজার,বাস্তুহারা শ্রীকৃষ্ণ মন্দির এর সভাপতি লায়ন দিলীপ,মানবাধিকার কর্মী শিল্পী চৌধুরী এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক অমিত দাশ সহ প্রমূখ।
পরে মুক্তি ব্লাড ব্যাংকের দ্বি-বার্ষিক সম্মেলন নতুন কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি হয়েছেন রনি দাশ, সিনিয়র সহ-সভাপতি শুভ দাশ গুপ্ত,ও সাধারণ সম্পাদক সৌরভ দাশ এর নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ২০০ এর অধিক দুঃস্হ মানুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়।