অভি পাল (প্রতিনিধি)
সারাদেশে বিএনপি নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি-জামায়াত মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র। নির্বাচন সামনে, এখন জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই দেশের জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে। আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।’
যুবলীগের চেয়ারম্যান পরশ ও সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের নির্দেশে আমরা মাঠেই আছি। মাঠে থেকেই বিএনপির সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র ও হিংসার দাঁতভাঙা জবাব দেবো।’
সোমবার (৫সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে
আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজান।
তিনি আরো বলেন বিএনপি-জামায়াত এদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে প্রতিহত করব।
লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজানের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি চট্টগ্রাম রেল স্টেশন চত্ত্বর থেকে শুরু হয়ে নগরের আলকরণ মোড় হয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের দোস্তবিন্ডিংস্থ দলীয় কার্যালয়ে সামনে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা আতিকুর রহমান ফরহাদ, শহিদুল আলম, মোশাররফ হোসেন, লায়ন জাহাঙ্গীরুল ইসলাম সেন্টু, আশ্রাফ উল্যা কচি,শাহনুর চৌধুরী,সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মাকছুদুর রহমান, জিনাত আলি বাদশা,মাহাবুবল আলম,ফারুক,মনিরুল মওলা রিপন,ইলিয়াজ ফারুখ,আসাদুর জামান পেয়ারু, ইব্রাহিম জিল্লু,সাইফুল ইসলাম সহ-সভাপতি চট্টগ্রাম উঃ জেলা ছাত্রলীগ মোঃ ওমর ফারুখ সিকদার রনি প্রমূখ